Thursday, January 16, 2020

INCOME






অনলাইন থেকে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যারা অবশ্য নতুন কাজ শুরু করেছেন তাদের অবশ্যই আগে কাজ ভালো করে শিখে তারপর অনলাইন এ রিমোট কাজে আসা উচিত। আজ ঐ সব বিষয় গুলা নিয়ে আলোচনা করবো কি কি উপায়ে অনলাইন থেকে ইনকাম করতে পারেন।
1. Youtubing: ইউটিউবিং হচ্ছে আপনি নিজেই যেকোনো বিষয় নিয়ে ভিডিও বানিয়ে তা ইউটিউব এ পাবলিশ করবেন অবশ্যই তা ভিসিটরদের চাহিদা অনুযায়ী ও ইউটিউব কর্তৃপক্ষের রুলস অনুযায়ী। পরবর্তীতে আপনার চ্যানেল এর ভিডিও এর ভিউ ও সাবস্ক্রাইব যত ভালো হবে ইউটিউব এ আপনি ততো ভালো ইনকাম করতে পারবেন।
2. Google Adsence: ব্লগিং এর মাধ্যমে আপনি বিভিন্ন ভাবে ইনকাম করতে পারেন তার মধ্যে গুগল এডসেন্স অন্যতম। আপনি আপনার ব্লগ এ ভিসিটরদের চাহিদা অনুযায়ী কনটেন্ট পাবলিশড করবেন তারপর ঐ কনটেন্ট এর মধ্যে গুগল অ্যাড বসিয়ে সেই অ্যাড থেকে ক্লিক ও ইম্প্রেশন থেকে ইনকাম আনতে পারেন।
3.Article writing: যেকোনো ওয়েবসাইট এ আর্টিকেল দরকার হয় কম বেশি। তাই আর্টিকেল রাইটারদের ডিমান্ডটা একটু বেশি। আপনি চাইলে আর্টিকেল রাইটিং করেও ইনকাম করতে পারেন।

Mens shorts pajamas

Mens shorts pajamas :  Men's shorts pajamas are a type of sleepwear designed for comfort during warmer months or for those who prefer sh...